অনলাইন ডেস্ক :
তারকাদের জীবনযাপন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তারকা সন্তানদের নিয়েও আগ্রহ কম নয়, তারা কী ধরনের পোশাক পরেন, কেমন খাবার খান, কাদের সঙ্গে ঘোরাফেরা করেন ইত্যাদি। বলিউডের অনেক তারকা সন্তান এখনো অভিনয়ে নাম লেখাননি। কিন্তু নানা কারণে আলোচনায় থাকেন তারা। এদিক থেকে বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না দম্পতির পুত্র আরাভ কুমার একটু আলাদা। অন্য তারকা সন্তানেরা বছরজুড়ে পার্টি নিয়ে ব্যস্ত থাকেন; সোশ্যাল মিডিয়ায় তাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। বাবা-মায়ের মতো অধিকাংশ তারকা সন্তানেরা বলিউডে ক্যারিয়ার গড়তে চান। কিন্তু আরাভ ঠিক তার বিপরীত। তবে একটি মেয়ের সঙ্গে প্রায়ই দেখা যায় তাকে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে মাঝে মধ্যে তাদের দুজনের দেখা মেলে। কিন্তু এই মেয়েটি কে? ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় আরাভের সঙ্গে যে মেয়েটিকে দেখা যায়, তার নাম নাওমিকা সরন। সম্পর্কে আরাভের খালাতো বোন। টুইঙ্কেল খান্নার সহোদর রিঙ্কি খান্নার মেয়ে। অভিনেত্রী রিঙ্কি খান্না বিয়ে করেছেন সমীর সরনকে। প্রয়াত অভিনেতা রাজেশ খান্না এবং অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার ছোট মেয়ে রিঙ্কি খান্না বলিউডের প্রাক্তন অভিনেত্রী। ১৯৯৯ সালে ‘পেয়ার মে কাভি কাভি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। ‘জিস দেশ মে গঙ্গা রেহতা হ্যায়’, ‘মুঝে কুছ কেহনা হ্যায়’, ‘ইয়ে হ্যায় জালওয়া’, ‘চামেলি’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু বড় বোন টুইঙ্কেল খান্নার মতো তিনিও অভিনয় দুনিয়াকে বিদায় জানিয়েছেন। আপাতত পরিবার নিয়ে লন্ডনে বসবাস করছেন। নাওমিকা সরন বাবা-মায়ের সঙ্গে সেখানে বসবাস করেন। অক্ষয় পুত্র আরাভ কুমারও লন্ডনে পড়াশোনা করছেন। আরাভ-নাওমিকাকে সোশ্যাল মিডিয়ায় দেখে বলিউড সিনেমায় অভিনয়ের আহ্বান জানিয়েছেন নেটিজেনরা। তবে আরাভের রুপালি দুনিয়া নিয়ে মোটেও আগ্রহ নেই। কয়েক মাস আগে হিন্দুস্তান টাইমসের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ‘খিলাড়ি’খ্যাত নায়ক অক্ষয় কুমার বলেছিলেন-‘আমি শুধু ভাবছিলাম আমার বাড়িতে কতটা আলাদা চিত্র। আমি আমার ছেলেকে সিনেমা দেখাতে চাই, সিনেমার বিষয়ে তাকে বলতে চাই। কিন্তু সে সিনেমা দেখতে চায় না। আমি যতই তাকে সিনেমার মধ্যে রাখতে চাই, সে কোনোভাবেই এসবের মধ্যে থাকতে চায় না। সে তার কাজে ব্যস্ত থাকে; সে পড়াশোনা কিংবা ফ্যাশন ডিজাইনিং করতে চায়।’ ২০০১ সালে অভিনেত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে ঘর বাঁধেন অক্ষয় কুমার। এ দম্পতির প্রথম সন্তান আরাভ কুমারের জন্ম হয় ২০০২ সালে। তাদের নিতারা কুমার নামে একটি কন্যা সন্তানও রয়েছে। ২০১২ সালে জন্ম তার। নিতারাকেও মিডিয়ায় দেখা যায় না বললেই চলে!
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব