ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সারাদেশে অগ্নিসংযোগের ঘটনায় তথ্য দিয়ে হামলাকারীদের ধরতে সহায়তাকারীদের ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে।
রবিবার (৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান ডিএমপি সদর দপ্তরে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘কেউ যদি প্রমাণ দিয়ে দুর্বৃত্তদের ধরতে পুলিশকে সহায়তা করতে পারে, তাহলে তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
ঢাকায় চলমান নাশকতামূলক অগ্নিসংযোগের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি