অনলাইন ডেস্ক :
দুই সপ্তাহ ধরে চলা ট্রাকচালকদের বিক্ষোভের মধ্যে এবার পদত্যাগ করেছেন কানাডার রাজধানী অটোয়ার পুলিশপ্রধান। চলমান আন্দোলনে পুলিশ বিভাগের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। তার মধ্যেই পদত্যাগ করলেন পুলিশপ্রধান পিটার স্লোলি। যদিও কানাডা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ট্রুডো প্রশাসনের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এছাড়া পিটার স্লোলি নিজেও টুইটারে পোস্ট দিয়ে তার পদত্যাগের বিষয়ে জানিয়েছেন। টুইটার পোস্টে পিটার স্লোলি লিখেছেন, বিক্ষোভের শুরু থেকেই এ শহরকে নিরাপদ রাখতে এবং নজিরবিহীন ও অপ্রত্যাশিত এ ঘটনার অবসানে আমি সাধ্যমতো সবকিছু করেছি। তিনি জানান, বিক্ষোভকারীদের কাছ থেকে শহরকে দখলমুক্ত করতে অটোয়ার পুলিশ বাহিনীতে নতুন নতুন সরঞ্জাম যুক্ত হয়েছে। পিটার বলেন, আমি নিশ্চিত, এ অবরুদ্ধ অবস্থার অবসানে অটোয়া পুলিশ বিভাগ আগের চেয়ে এখন অনেক বেশি সক্ষম। কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে ট্রাক চালানোর ক্ষেত্রে করোনা ভাইরাসের টিকা গ্রহণ বাধ্যতামূলক করায় সম্প্রতি এর বিরোধিতা করে ‘ফ্রিডম কনভয়’ বিক্ষোভ শুরু হয়। কানাডার ট্রাকচালক ও তাদের সমর্থকেরা গাড়িবহর নিয়ে অটোয়ার রাস্তা দখল করে বিক্ষোভ শুরু করেন। বিভিন্ন সীমান্ত এলাকাও অবরুদ্ধ করেন তারা।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩