January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, March 12th, 2022, 7:34 pm

অবশেষে দক্ষিণ আফ্রিকা সিরিজে যোগ দিচ্ছেন সাকিব

অনিশ্চয়তা ও নানা নাটকীয়তার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মিরপুরে সাকিবের উপস্থিতিতে গণমাধ্যমকে বলেছেন,আজকে সাকিবের সঙ্গে কথা হয়েছে। সে দ.আফ্রিকা সফরের জন্য প্রস্তুত।সিরিজে অংশ নিতে সাকিব আগামীকাল ঢাকা ত্যাগ করবে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, ২০২২ সালে বাংলাদেশ কমপক্ষে ১৪ টি ওয়ানডে, ১৫টি টি-টোয়েন্টি এবং আটটি টেস্ট খেলবে। সেক্ষেত্রে সব ম্যাচে অংশ নেয়া সিনিয়র খেলোয়াড়দের জন্য কঠিন হবে। তাই কাজের চাপ বিবেচনা করে তারা বিশ্রাম নিতে পারে।

তিনি আরও বলেন,আমাদের মনে রাখতে হবে যে সিনিয়র খেলোয়াড়রা প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে যায়। আমাদের সিনিয়র খেলোয়াড়দের জন্য এই সব ম্যাচ খেলা কঠিন। এটাই সত্যি এবং এটা আমাদের বুঝতে হবে। আমি বিশ্বাস করি খেলোয়াড়দের কিছু ব্রেক দরকার।

উল্লেখ্য ১৮ মার্চ ওয়ানডে ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরুর কথা রয়েছে।

–ইউএনবি