অনলাইন ডেস্ক :
ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। করোনার কারণে দীর্ঘদিন তার কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে এবার ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে বলে প্রযোজক সূত্রে জানা গেছে। রাশিদ পলাশ পরিচালিত সিনেমাটি সম্পাদনার কাজ চলছে বলে জানান এর নির্মাতা। এই পরিচালক বলেন, ‘সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী।পরিপূর্ণ চলচ্চিত্র বলতে যা বোঝায়, সেভাবেই তৈরি করার চেষ্টা করেছি। ঈদের আগেই এটি সেন্সরে যাবে।সব ঠিক থাকলে মুক্তি পাবে আগামী আগস্ট মাসে।’এদিকে সৈকত নাসিরের ‘পাপ’ সিনেমার কাজ রয়েছে ববির হাতে। এতে ববির বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। রোশান-ববি ছাড়াও অভিনয় করছেন নবাগত চিত্রনায়িকা আরিয়ানা জামান, জাকিয়া প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আবদুল আজিজ।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত