অনলাইন ডেস্ক :
বেশিরভাগ ক্যারিবিয়ানরা খুব আমুদে হয়ে থাকেন। সবসময় উপভোগের মন্ত্র জপ করেন। মাঠের খেলায় হারলেও তাদের মুখে হাসি দেখা যায়। ক্যারিবীয় দানব ক্রিস গেইলও তার ব্যতিক্রম নন। ব্যাট হাতে ২২ গজে তিনি ক্রিকেটের সেরা বিনোদনদায়ী ব্যাটার। এই তো কিছুদিন আগেও চল্লিশোর্ধ বয়সের গেইলকে নিয়ে বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগে টানাটানি চলত। সবাই তাকে নিতে চাইত। গেইল তাই ছিলেন ব্যস্ততম ক্রিকেটার। তবে এখন হয়তো ধীরে ধীরে এই চাহিদা কমছে। যার প্রমাণ এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গেইলের দল না পাওয়া। দল যেহেতু পাননি, তাই হাতে আর খেলা নেই। অফুরন্ত অবসর। দ্য ইউনিভার্স বস তাই আছেন পার্টি মুডে। একটি বারে সুন্দরী পরিবেষ্টিত অবস্থায় তাকে দেখা গেছে। গেইল নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেই ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘যখন ক্লাবে তুমি তোমার প্রিয় গানটি বাজতে শোন’। গেইলের এমন পার্টি মুড নতুন কোনো ঘটনা নয়। বরবরই তিনি এমন আমুদে। নিজে যেমন আনন্দে থাকেন, দর্শকদেরও আনন্দ দেন। সামনেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই ফ্র্যাঞ্চাইজি আসরে গেইলের দল পাওয়ার সম্ভাবনা বেশি। ব্যাটে-বলে মিলে গেছে বিশ্রাম শেষে গেইল আবারো নেমে পড়বেন ২২ গজে। বাংলাদেশের গ্যালারিগুলো মেতে উঠবে গেইলের উইলোবাজিতে। ৪২ বছরের গেইল হয়তো সেই অপেক্ষাতেই আছেন।
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল