January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 17th, 2023, 8:25 pm

অবৈধ অভিবাসন প্রত্যাশীদের চাপে বিপর্যস্ত ইতালি

অনলাইন ডেস্ক :

প্রতিবেদনে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা এএনএসএ-এর সূত্রে বলা হয়েছে, ২০২৩ সালে ভূমধ্যসাগর হয়ে ইতালিতে অবৈধ অভিবাসন ১১৫ শতাংশ বেড়েছে। দেশটি জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত তার তীরে ৮৯ হাজার ১৫৮টি অবৈধ অভিবাসন রেকর্ড করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। এ ক্ষেত্রে তিউনিসদের সংখ্যা সবচেয়ে বেশি। প্রতিবেদনে আরো বলা হয়েছে, অবৈধ অভিবাসন বিপজ্জনক হারে বৃদ্ধি পাওয়ায় ইতালি কর্তৃপক্ষ তাদের অনুসন্ধান ও উদ্ধার অভিযোন জোরদার করেছে। সূত্রে বলা হয়েছে, কেবল জানুয়ারি থেকে জুলাই পর্যন্তই ৬৪ হাজার ৭৬৪ (৭২.৬৪ শতাংশ) অবৈধ অভিবাসন রেকর্ড করা হয়েছে, যা ২০২২ সালের একই সময়ের চেয়ে তিনগুণ বেশি। ইতোমধ্যে আশ্রয় আবেদনের সংখ্যা ৭০.৫৯ শতাংশ থেকে বৃদ্ধি পেয়েছে। তাদের মধ্যে মোট দুই হাজার ৫৬১ জনের আশ্রয় অনুরোধ প্রত্যাখ্যান করে তাদের নিজ দেশে পাঠিয়ে দেয়া হয়েছে।

আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি দেয়ার আশায় অভিবাসীদের জন্য তিউনিসিয়া অন্যতম প্রধান ধাপে পরিণত হয়েছে। ইউরোপীয় কর্মকর্তারা এই প্রবাহকে ধীর করার চেষ্টায় তিউনিসিয়াকে ক্রমবর্ধমান পরিমাণে সাহায্যের প্রস্তাব দিচ্ছে। যারা যুদ্ধ বা দুর্দশা থেকে পালিয়েছে, তাদের বেশিরভাগই সাব-সাহারান আফ্রিকার। কিন্তু অনেকেই তিউনিসিয়ার বাসিন্দা, যা এক প্রজন্মের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটের সম্মুখীন হচ্ছে। তিউনিসিয়া কর্তৃপক্ষ বলছে, তারা উপকূলীয় শহর স্ফ্যাক্সের কাছে হাজার হাজার মানুষকে নৌকায় করে চলে যাওয়ার চেষ্টা করছে। দেশটির প্রেসিডেন্ট বলেছেন, তার দেশ সমুদ্রে মারাত্মক অভিবাসনের মুখে। ইউরোপের সীমান্তরক্ষী বা অভিবাসীদের পুনর্বাসনের স্থান হতে আর চায় না। সূত্র : ডেইলি সাবাহ