অনলাইন ডেস্ক :
হ্যাকিংয়ের শিকার হলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ফের তাঁর ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়েছে। হঠাৎই বুধবার রাতে একটি লম্বা পোস্ট অভিনেতার ‘ভেরিফায়েড’ পেইজে। তবে এই লেখাটি অভিনেতার ইনস্টাগ্রাম পেইজে ভেসে উঠলেও, আসলে এই লেখাটি অভিনেতা লেখেননি। পোস্টটি যিনি করেছেন, তিনি ২০১৮ থেকে অনির্বাণের ফেসবুক, ইনস্টাগ্রামসহ তাঁর যাবতীয় পোস্ট দেখাশোনা করেন। কিন্তু পোস্টে ওই ব্যক্তি স্পষ্ট জানিয়েছেন যে, এখন থেকে অভিনেতার কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম তিনি আর দেখবেন না। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? ঠিক কী ঘটেছে? ২০১৮ সাল থেকে অনির্বাণ ভট্টাচার্যের বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্ট দেখাশোনা করেন শ্রেয়া মিত্র নামের একজন। তবে এবার এই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন শ্রেয়া। শ্রেয়ার ভাষ্য অনুযায়ী, তিনি অনির্বাণের পাতায় এই লেখাটি পোস্ট করেছেন। কারণ হিসেবে জানালেন, শেষ ছয় মাস ধরে তিনি নাকি অনির্বাণের সঙ্গে যোগাযোগের করার চেষ্টা করছেন, কিন্তু শেষ পর্যন্ত আর না পেরে বাধ্য হয়ে এই পোস্টটি করেছেন। এমনকি শ্রেয়াকে ব্লক করে দিয়েছেন অভিনেতা। আসলে একটি বেসরকারি প্রতিবেদনের দাবি অনুসারে, ‘এসভিএফ ব্র্যান্ডস’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার সময় থেকেই অভিনেতা এবং প্রযোজক তাঁকে হুকুম করত যে, এটা পোস্ট করতে হবে, ওটা পোস্ট করতে হবে। এমনকি তাঁদের হুকুমমতো কাজ না করলে নানা কথাও শোনানো হতো বলে জানালেন শ্রেয়া। শেষে ১৫ আগস্ট তাঁর অজান্তেই অনির্বাণের ইনস্টাগ্রামে একটি পোস্ট করা হয়, যা এসভিএফ ব্র্যান্ডসকে হ্যাক করে করা হয়েছে বলে দাবি শ্রেয়ার। এই বিষয়ে ‘এসভিএফ ব্র্যান্ডস’- কিছুই বলেনি।
আরও পড়ুন
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত