January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 26th, 2024, 8:09 pm

অভিযোগ অস্বীকার করেছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক :

রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। রোববার ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোতে অনুষ্ঠিত এক সমাবেশে বলসোনারো বলেন,তার বিরুদ্ধে আনা অভ্যুত্থানের অভিযোগ পুরোপুরি মিথ্যা।এসময় ব্রাজিলের সরকারি ভবনে হামলার জন্য দোষী সাব্যস্ত তার শত শত সমর্থকদের জন্য সাধারণ ক্ষমার আহ্বান জানান তিনি।সমাবেশে ব্রাজিলের পতাকার রং-হলুদ আর সবুজ পোশাক পরে অংশ নিয়েছিলেন তার সমর্থকরা। ২০২২ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর বলসোনারো একটি ব্যর্থ অভ্যুত্থানে উসকানি দিয়েছিলেন কিনা তা তদন্ত করছে পুলিশ।

নির্বাচনে জালিয়াতি এবং তার বক্তব্য ব্রাজিলের নির্বাচনী ব্যবস্থায় প্রভাব ফেলেছিল-এমন কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও বলসোনারোকে আট বছরের জন্য নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম ইলেক্টোরাল কোর্ট। গত বছর ক্ষমতায় থাকার সময় রাজধানী ব্রাসিলিয়ায় নিজের বাসভবনে বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠকের সময় তিনি বলেছিলেন, ব্রাজিলে ব্যবহৃত ইলেকট্রনিক ভোটিং মেশিন হ্যাক করা যায় এবং বড় ধরনের কারচুপির সুযোগ আছে। তার এই বক্তব্য ঘিরে বলসোনারোকে অভিযুক্ত করা হয়।

রায় বহাল থাকলে ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না বলসোনারো। ২০২২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান তিনি। তবে সেসময় ফলাফল মেনে না নিয়ে যুক্তরাষ্ট্র পাড়ি জমান বলসোনারো। ফলাফল না মেনে ২০২৩ সালের ৮ জানুয়ারি ব্রাজিলের পার্লামেন্ট ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্ট ভবনে তা-ব চালায় তার সমর্থকরা। এর জেরে, সম্প্রতি বলসোনারোর পাসপোর্ট জমা নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।