অনলাইন ডেস্ক :
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছিল স্বাগতিক ভারত। আর তাই শেষ ম্যাচ ছিল কেবল আনুষ্ঠানিকতার। সেই ম্যাচেও অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকরা। রোববার বেঙ্গালুরুতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শ্রেয়াস আইয়ারের ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬০ রানের সংগ্রহ করে ভারত। ৩৭ বলে ৫৩ রান করেন আইয়ার। ১৬১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে অজিরা।
দলীয় ৫৫ রানের মধ্যে তিন ব্যাটারকে হারায় তারা। এরপর টিম ডেভিডকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন বেন ম্যাকডারমট। তবে দলীয় ১০২ রানে ১৭ বলে ১৭ রান করে সাজঘরে ফিরে যান ডেভিড। এরপর ৩৬ বলে ৫৪ রান করে আউট হন ম্যাকডারমট। এরপরও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করতে সক্ষম হয় অজিরা। ফলে ৬ রানের জয় নিয়ে মাঠে ছাড়ে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মুকেশ কুমার।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর