অনলাইন ডেস্ক :
অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিন যদি বৃষ্টি না হতো, তাহলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হতে পারতো। জয়ের সম্ভাবনা ছিল ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড উভয় দলেরই। তবে সেটা আর হয়নি। পঞ্চম দিন শেষে কেউই জয়ের মুখ দেখেনি। ড্র হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দল দুটি। এর আগে চতুর্থ দিনের অধিকাংশ সময়ই খেলা মাঠে গড়ায়নি। এর পরই মূলত অ্যান্টিগা টেস্ট কোন দিকে যাচ্ছে তা নির্ধারিত হয়ে যায়। শেষ পর্যন্ত হলোও তাই। দ্বিতীয় ইনিংসে ২৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পঞ্চম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে ক্যারিবীয়ানরা। এনক্রুমা বোনার ৩৮ ও জেসন হোল্ডার ৩৭ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া ক্রেইগ ব্র্যাথওয়েট ৩৩ ও জন ক্যাম্পবেল ২২ রান করেন। ইংলিশ বোলারদের মধ্যে জ্যাক লিচ ৩টি ও একটি উইকেট নেন বেন স্টোকস। এর আগে নিজেদের প্রথম ইনিংসে জনি বেয়ারেস্টোর ১৪০ রানের সুবাদে ৩১১ রান সংগ্রহ করে সফরকারী ইংল্যান্ড। বেন ফোকস ৪২, বেন স্টোকস ৩৬, ক্রিস ওকস ২৮ ও ড্যান লরেন্স ২০ রান করেন। স্বাগতিক বোলারদের মধ্যে জয়ডেন সিলস ৪টি এবং কেমার রোচ, জেসন হোল্ডার ও আলজেরি জুসেফ ২টি করে উইকেট শিকার করেন। জবাবে ব্যাটিংয়ে নেমে এনক্রুমা বোনারের ১২৩ ও ক্রেইগ ব্র্যাথওয়েটের ৫৫ রানের ওপর ভর করে ৩৭৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া জেসন হোল্ডার ৪৫, জন ক্যাম্পবেল ৩৫ ও জোশুয়া দা সিলভা ৩২ রান করেন। ইংলিশ বোলারদের মধ্যে ক্রেগ ওভারটন, জ্যাক লিচ ও বেন স্টোকস ২টি করে এবং ড্যান লরেন্স ও ক্রিস ওকস একটি করে উইকেট নেন। পরে ৬৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। এতে সেঞ্চুরি করেছেন জ্যাক ক্রাউলি ও অধিনায়ক জো রুট। এর মধ্যে সর্বোচ্চ ১২১ রান করেন ক্রাউলি এবং রুট ১০৯ রান। বাকিদের মধ্যে ড্যান লরেন্স ৩৭ ও ক্রিস ওকস ১৮ রান করেন। স্বাগতিক বোলারদের মধ্যে আলজেরি জুসেফ ৩টি, কেমার রোচ ২টি এবং জেসন হোল্ডার একটি উইকেট নেন।
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল