অনলাইন ডেস্ক :
সৃজিত মুখার্জির সঙ্গে ঘর বাঁধার পর একটাই প্রশ্ন ছিলÑকবে বরের সিনেমার অভিনয় করবেন মিথিলা। যদিও ভক্তদের সে আশা এখনো পূর্ণ হয়নি। কিন্তু অনেক আলোচনার পর পরিচালক রাজর্ষি দের হাত ধরে টলিউডে পা রেখেছেন মিথিলা। গত মাসে ‘মায়া’ নামে এ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নিয়ে নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র। এর নাম ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। কয়েক দিন আগে কলকাতার আরো একটি নতুন সিনেমায় নাম লিখিয়েছেন মিথিলা। পরিচালক রিঙ্গো ব্যানার্জির ‘অ্যা রিভার ইন হেভেন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তার বিপরীতে দেখা যাবে ববি চক্রবর্তীকে। টলিউড যাত্রার দ্বিতীয় মিশনে নাম লেখানোর অল্প কয়েক দিনের মধ্যে তৃতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। ‘নীতিশাস্ত্র’ নামে একটি অ্যান্থলজি সিনেমায় দেখা যাবে মিথিলাকে। অরুণাভ খাসনবিশ পরিচালিত ‘নীতিশাস্ত্র’ সিনেমাটি চারটি ছোট গল্পের সমষ্টি। যাতে অভিনয় করছেনÑইমন চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, রাফিয়াত রশীদ মিথিলা, বাসবদত্তা চট্টোপাধ্যায়। পরিচালক বলেন, ‘ছোটবেলা থেকেই নীতিবোধের পাঠ দেওয়া হয়। তবে সঠিক ও ভুলের ধারণা আপেক্ষিক। সেই ধারণা নিয়ে চারটি গল্পে দু’টি করে চরিত্রের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।’ ‘মোক্ষ’ গল্পে অভিনয় করবেন ইমন-বিদীপ্তা, ‘বাৎসল্য’ গল্পে শান্তিলাল মুখোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, ‘অস্তিত্ব’ গল্পে রয়েছেন রজতাভ দত্ত আর ‘ধী’ গল্পে রয়েছেন মিথিলা-বাসবদত্তা। এতে একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করবেন মিথিলা। এ অভিনেত্রী বলেনÑ‘এপার বাংলার সকলের কাজের সঙ্গে এখনো ভালো করে পরিচিত হইনি। এই মুহূর্তে ভালো চিত্রনাট্য আর বলিষ্ঠ চরিত্র দেখে কাজ করছি।’ আগামী সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে। ‘বাৎসল্য’ গল্পের দৃশ্যধারণের কাজ হবে বোলপুরে, বাকি তিনটির শুটিং হবে কলকাতায়।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত