বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আইজিপি র্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন নতুন আইজিপিকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর আল-মামুন আইজিপি হিসেবে দায়িত্ব নিয়ে অবসরে যাওয়া আইজিপি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হন।
এর আগে তিনি ২০২২ সালের এপ্রিল থেকে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ১৯৬৪ সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ১৯৮৯ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
কর্মজীবনে আল-মামুন নীলফামারী জেলার পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার এবং ময়মনসিংহ ও ঢাকা রেঞ্জ ও পুলিশ সদর দপ্তরে উপ-মহাপরিদর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
—ইউএনবি
আরও পড়ুন
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ