অনলাইন ডেস্ক :
হলিউডের প্রাক্তন তারকা দম্পতি জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের মানহানির মামলা নিয়ে শোরগোল চলছেই। তার মাঝেই গুঞ্জন রটেছে হলিউড অভিনেতা জনি ডেপ তার অ্যাটর্নি ক্যামিলি ভাসকুয়েজের সঙ্গে প্রেম করছেন। সামাজিক মাধ্যম টুইটারে এক নেটিজেন লিখেছেন, ‘এটা বন্ধুত্ব হোক কিংবা তার চাইতে বেশি কিছু, জনি ডেপ ও ক্যামিলির সংযোগ লক্ষ্য করার মতো।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘জনি ডেপ ক্যামিলির সঙ্গে! আইনজীবীর সঙ্গে প্রেম করার বিষয়টি তো দারুণ! আশা করছি ক্যামিলি সিঙ্গেল। কারণ তাদেরকে ফ্লার্টিং করতে দেখি। তারা সুখে থাকুক।’ ক্যামিলির কাছের একজন সূত্র বিষয়টিকে গুজব বলে দাবি করেছেন টিএমজেডের কাছে। তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমের ফিকশন ছাড়া এটা কিছুই না।’ জনির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী। অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি। অভিনেতা মিথ্যে বলছেন দাবি করে পাল্টা মামলা করেন অ্যাম্বারও। এই জোড়া মামলার শুনানিতে কাদা ছোড়াছুড়ি দেখছে আদালত। দু’পক্ষের ভক্তরাও বিষয়টি নিয়ে আলোচনা করছে সামাজিকমাধ্যমে। -মিড ডে
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত