অনলাইন ডেস্ক :
আইপিএলের আগামী আসরে দেখা যাবে না জো রুটকে। ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান। এই বছরের শুরুতে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল অভিষেক হয় রুটের। ২০২৪ আসরের জন্য খেলোয়াড় ধরে রাখার সময়সীমা শেষ হওয়ার একদিন আগে শনিবার সাবেক ইংলিশ অধিনায়কের সরে দাঁড়ানোর জানিয়ে রাজস্থান বলেছে, এই সিদ্ধান্তকে ‘সম্মান করে’ তারা। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলেও নেই রুট।
সেই দল ঘোষণার সময় ইংল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কি বলেছিলেন, রুটের বিশ্রাম প্রয়োজন। ২০২৩ আইপিএলের আগে নিলামে ১ কোটি রুপিতে রুটকে দলে নিয়েছিল রাজস্থান। তবে পুরো আসরে মাত্র তিন ম্যাচে সুযোগ পান তিনি, ব্যাটিং করেন একটি ম্যাচে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে ওই ম্যাচে ১০ রান করেন তিনি। কদিন আগে আইপিএল থেকে সরে দাঁড়ান ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ওয়ার্কলোড সামলাতে ও ফিটনেস ঠিক রাখতে এই সিদ্ধান্ত নেন গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই অলরাউন্ডার।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম