অনলাইন ডেস্ক :
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামীকালের মধ্যে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হবে। মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করা হবে।
নিষেধাজ্ঞা বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত করতে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলে জানান আইনমন্ত্রী।
এর আগে সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, দেশবিরোধী অপশক্তিকে নির্মূল করতে ১৪ দলীয় জোট জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার
জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: আসিফ নজরুল