অনলাইন ডেস্ক :
তেলেগু সিনেমার ‘স্টাইলিশ স্টার’ আল্লু অর্জুন। তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা’। আগামী ডিসেম্বরে মুক্তি পাচ্ছে সিনেমাটির প্রথম অংশ। শনিবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে সিনেমাটি মুক্তির নতুন তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন ‘পুষ্পা’ সিনেমার নির্মাতারা। ‘পুষ্পা’ নামের ভ্যারেফাইড অ্যাকাউন্টে জানানো হয়েছে, আগামী ১৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। ‘পুষ্পা’ সিনেমাটি পরিচালনা করছেন সুকুমার। এর সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। দু’টি অংশে মুক্তি পাবে এটি। প্রথম অংশের নাম ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ফাহাদ ফাসিল। গত ১৩ আগস্ট সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু ভারতে দ্বিতীয় দফায় করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এই সিনেমা মুক্তির তারিখ পেছানোর সিদ্ধান্ত নেন নির্মাতারা।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত