January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 17th, 2021, 8:05 pm

আজীবনের জন্য নিষিদ্ধ নিউজিল্যান্ডের ক্রিকেটার

অনলাইন ডেস্ক :

সম্প্রতি নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচে আম্পায়ারকে শারীরিকভাবে নির্যাতন ও হত্যার হুমকি দিয়েছিলেন কিউই ক্রিকেটার টিমোথি উইয়ার। গুরুতর এই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সকল পর্যায়ের ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিউজিল্যান্ডের ক্লাব ক্রিকেটের নিয়মিত মুখ টিমোথি উইয়ার নিষেধাজ্ঞা পাওয়ার আগ পর্যন্ত খেলছিলেন ওবিআর ক্রিকেট ক্লাবের হয়ে। গত ৪ ডিসেম্বর ওবিআর ক্রিকেট ক্লাব বনাম হাইস্কুল ওল্ড বয়েজ ক্রিকেট ক্লাবের ম্যাচে এই ঘটনা ঘটে। ম্যাচ শেষে আম্পায়ারকে শারীরিকভাবে নির্যাতন ও হত্যার হুমকি দেন উইয়ার। এর পরই তার বিরুদ্ধে নিউজিল্যান্ড ক্রিকেটের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনে টুর্নামেন্টের আয়োজক ‘দ্য প্রোভার্টি বে ক্রিকেট অ্যাসোসিয়েশন’ এবং একটি স্বাধীন বিচার বিভাগীয় প্যানেল গঠন করে। উইয়ারও তার অপরাধ স্বীকার করে নেন। গুরুতর লেভেল-৪ ধারা ভঙ্গ করেছেন টিমোথি উইয়ার। এ কারণে শাস্তি বাতিল বা কমানোর জন্য আপিল করার সুযোগ পাবেন না এই ক্রিকেটার।