February 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 2nd, 2025, 4:50 pm

আজ পাসওয়ার্ড পরিবর্তনের দিন

অনলাইন ডেস্ক:
বর্তমানে পাসওয়ার্ড সবার জন্যই জরুরি একটি জিনিস। নিরাপত্তার জন্য ফোন, ল্যাপটপ, বিভিন্ন অ্যাপ সব জায়গাতেই পাসওয়ার্ড সেট করছেন। তবে পুরোনো সব পাসওয়ার্ডগুলো আজ আরেকবার বদলে নিন। কারণ আজ পাসওয়ার্ড বদলের দিন।

২০১২ সাল থেকে পালিত হয়ে আসছে এই দিনটি। ম্যাট বুকানান এ দিবসটির উদ্ভাবন করেন। তিনি উত্তর নিউ জার্সিতে অবস্থিত একটি উদ্ভাবনী ডিজিটাল/সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি পাইওনিয়ার অব মার্কেটিংয়ের প্রতিষ্ঠাতা।

মূলত হ্যাকারদের থেকে ডিভাইস সুরক্ষিত রাখতেই এই দিনের প্রচলন করা হয়। ম্যাট বুকানান দুইবার হ্যাকারদের পাল্লায় পড়েছিলেন। এরপরই তিনি বুঝতে পারেন নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তনের প্রয়োজনীয়তা। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টের কিংবা ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্টফোন সবকিছুর পাসওয়ার্ড বদলে নিন আজ।
হ্যাকারদের থেকে বাঁচতে একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। যেখানে সেখানে সেই পাসওয়ার্ড লিখে রাখবেন না। পাসওয়ার্ড সংরক্ষণের জন্য ব্যবহার করতে পারেন অ্যাপ। যেখানে আপনার যাবতীয় পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখলেন। যেন ভুলে গেলে সেখান থেকে দেখে নিতে পারেন।
সূত্র: ন্যাশনাল টুডে