অনলাইন ডেস্ক :
মাহয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। গত শনিবার সকালেই অভিনেত্রীর কোলজুড়ে এসেছে ফুটফুটে রাজপুত্র। নানা হয়েছেন বলিউডের তারকা অভিনেতা, সোনমের বাবা অনিল কাপুর। আনন্দে ভাসছে তাঁর পরিবার। পরিবারের পক্ষে সামাজিক পাতায় অনিল কাপুর এক বার্তায় জানিয়েছেন, ‘আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত, ২০ আগস্ট ২০২২ তারিখে আমাদের পরিবারে নতুন সদস্য এসেছে। সোনম ও আনন্দের সুস্থ পুত্রসন্তান হয়েছে। এর চেয়ে আনন্দ আর কী হতে পারে। আমাদের হৃদয় নতুন মা-বাবা এবং তাদের সুন্দর দেবদূতের জন্য গর্ববোধ করছে এবং ভালোবাসায় সিক্ত হচ্ছে।’ আরেক বার্তায় তারকা দম্পতি জানিয়েছেন, ‘২০.৮.২০০-এ আমরা আমাদের শিশুপুত্রকে পেলাম। সমস্ত ডাক্তার, নার্স, বন্ধু আর পরিবারকে অনেক ধন্যবাদ এই জার্নিতে আমাদের পাশে থাকার জন্য। জানি এটা শুরু, তবে বলতে পারি আমাদের জীবনটাই এবার বদলে গেল-সোনম ও আনন্দ।’ গত মার্চ মাসে সুখবর দিয়েছিলেন সোনম কাপুর। ২০১৮ সালের ৮ মে বিয়ে করেন সোনম কাপুর ও আনন্দ আহুজা। পাঞ্জাবি রীতি মেনে মুম্বাইয়ে ধুমধাম করে বিয়ে হয় তাঁদের।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত