March 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 19th, 2025, 3:12 pm

আনিসুল, কামাল ও দীপংকরসহ ৭ জনের রিমান্ড মঞ্জুর

অনলাইন ডেস্ক:
ভিন্ন ভিন্ন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ সাতজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ বুধবার সকালে পুলিশের করা পৃথক পৃথক আবেদনের পর এই আদেশ দিয়েছেন।
রাজধানীর উত্তরা পশ্চিম থানার একটি হত্যা মামলায় আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মিরপুর থানার একটি হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদারকেও পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে।

১০ বছর আগে রাজধানীর মতিঝিল এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় ফারুক খানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

পল্টন থানায় করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় দীপংকর তালুকদার এবং নিউমার্কেট থানায় করা ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক ডিসি তানভীর সালেহীনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এছাড়া রাজধানীর কলাবাগান থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বেনজীর হোসেন ও কাউসার হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

সূত্র : বিবিসি