January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 25th, 2023, 8:05 pm

আনুশেহ আনাদিলের নতুন গান

অনলাইন ডেস্ক :

সংগীতশিল্পী আনুশেহ আনাদিল। ‘বাংলা’ ব্যান্ডের গায়িকা হিসেবে তার বেশ শ্রোতাপ্রিয়তা রয়েছে। দীর্ঘদিন বিরতির পর নতুন গান করলেন তিনি। ‘সুন্দর দুনিয়া’ শিরোনামের এ গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাউল এক্সপ্রেস ব্যান্ডের ভোগাল বাপ্পী। গানটি প্রসঙ্গে আনুশেহ বলেন, ‘এই গানের স্কেলটা আমার জন্য অনেক নিচের, তবু গাইলাম। ওরা ওদের স্কেল পুরোটা আগে রেকর্ড করে আমাকে পাঠিয়েছিল। ওরা দুই ভাই আমার গান পছন্দ করে। ওদের গানটাও মজার, শুনলে আনন্দ লাগে। আর সৃষ্টি আসলেই সুন্দর। আমরা মানুষরাই জটিল, তাই সৃষ্টির সেই সৌন্দর্য দেখতে ভুলে যাই। আমরা মানুষরা প্রকৃতি থেকে নিজেকে বিচ্ছিন্ন করে সৃষ্টির বিস্ময় অনুভব করতে ভুলে যাই। আমরা যেন সেই ভালোবাসা দেখতে পাই, যা এই মহাবিশ্বকে আঁকছে। সেই ঘৃণা নয়, যা ধ্বংস করছে। সুন্দরের জয় হোক।’

২০২২ সালের জুলাই মাসে গানটির কথা, সুর এবং গিটারের ধুন তৈরি হয়েছে চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ে। তৈসিফুর রহমান ইমের কম্পোজিশনে স্টুডিও বৃত্ততে রেকর্ডিং হয় গানটির। গিটারে ছিলেন পরশ, ড্রামসে কমল ও পারকাশন করেন ফিলিপ দত্ত। কোরাসের ব্যাক ভোকালে আছেন ফারাবি এবং রিমঝিম। তৈসিফুর রহমান জানান, গানটির মূল কম্পোজিশনে শুরুতে শুধু পুরুষ কণ্ঠ ছিল। তাতে পূর্ণতা পাচ্ছিল না গানটি। তাদের অনুরোধে গানটিতে কণ্ঠ দেন আনুশেহ আনাদিল। কিছু দিনের মধ্যেই তার ভয়েস রেকর্ডিং করা হয়। গুলশানের এলকেজি স্টুডিওতে এই গানের মিক্সসহ বাদবাকি কাজ সম্পন্ন হয়।