অনলাইন ডেস্ক :
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রাদেশিক এক জনস্বাস্থ্য কর্মকর্তা।
শুক্রবার সন্ধ্যার দিকে হেরাত শহরের জেব্রাহিল এলাকায় এ ঘটনা ঘটে।
হেরাত আঞ্চলিক হাসপাতালের প্রধান মিরওয়াইস জালালি সিনহুয়াকে বলেছেন, ‘প্রাথমিক তথ্যের ভিত্তিতে গাড়ি বোমা বিস্ফোরণে দুজন নিহত এবং আটজন আহত হয়েছেন। আহতদের প্রাদেশিক রাজধানী হেরাত শহরের একটি আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে…।’
তিনি বলেন, আহতদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।
তবে এখন পর্যন্ত এ হামলার দায় কোনো পক্ষ স্বীকার করেনি।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
দাবানলে পুড়ছে হলিউড হিলস
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার