অনলাইন ডেস্ক :
মূল ধারার চলচ্চিত্রে বড় বড় তারকাদের পেছনে ছোটেন প্রযোজক-পরিচালকরা। ওটিটি প্ল্যাটফর্ম এসে সেই ছক ভেঙে দিয়েছে। এখানে গল্পই তারকা। অভিনয় শিল্পীরা সেটিকে এগিয়ে নিয়ে যান। ভারতে ওটিটিতে যারা রাজত্ব করছেন তার প্রথম সারিতেই আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। সেই নওয়াজই এবার ওটিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন। নওয়াজের মতে, ‘ওটিটি এখন আবর্জনা ফেলার জায়গা। প্রচুর শো হচ্ছে। এমন কনটেন্ট বানানো হচ্ছে যা বানানোই উচিত না। আবার এমন সিক্যুয়েল বানানো হচ্ছে যেখানে আর বলার মতো কিছু নেই।’ সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজ আরও বলেছেন, ‘সেক্রেড গেমস করার সময় উচ্ছ্বসিত ছিলাম, নতুন চ্যালেঞ্জ অনুভব করতাম। তরুণ মেধাবীদের এখানে জায়গা করে দেওয়া হতো। কিন্তু এখন আর সেটি নেই। ওটিটি বড় বড় প্রোডাকশনের সহযোগী হিসেবে কাজ করছে। বলিউডের প্রভাবশালী নির্মাতারা এখানে বড় বড় ডিল করছেন। প্রচুর শো হচ্ছে। এতে গুণগত মান কমে যাচ্ছে। যে সব কাজ আমি চোখে দেখতে পারি না, তাতে নিজেকে আর দেখব কী করে?’
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব