অনলাইন ডেস্ক :
আবারও গানে ফিরলেন বাউল, মরমি ও সুফি ঘরানার জনপ্রিয় গায়ক রিংকু। তবে তার আগে গত বছরটা এক বিভীষিকাময় কাটিয়েছেন প্রতিযোগিতা থেকে উঠে আসা এই কণ্ঠশিল্পী। ২০২০ সালের ডিসেম্বরে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গিয়েছিলেন তিনি। আর এ কারণে ফিরে গিয়েছিলেন গ্রামে। গত আগস্টের শেষে আবার ঢাকায় ফেরেন। তখনই আস্তে আস্তে সম্পৃক্ত হতে থাকেন গানে। চলতি বছরের শুরুতে প্রকাশ করেন ‘রঙিলা নৌকা’ নামের গান। তিন মাসের ব্যবধানে শ্রোতা-দর্শকদের চমকে দিলেন রিংকু। শুক্রবার (৮ এপ্রিল) প্রকাশ হলো তার কণ্ঠে লালন সাঁইজির বিখ্যাত গান ‘কানার হাট-বাজার’। এ গানটি তিনি বরাবরই মঞ্চে গেয়ে থাকেন, তবে এবারের আয়োজনটি একেবারেই আলাদা। যা দেখে ও শুনে মুগ্ধ হবেন সবাই। বিশ্বের স্বনামধন্য যন্ত্রশিল্পীদের অংশগ্রহণে গানটি তৈরি হলো উইন্ড অব চেঞ্জ-এর মঞ্চে। যা সম্প্রচার হচ্ছে গানবাংলা টেলিভিশন এবং চ্যানেলটির ইউটিউব চ্যানেলে। রিংকু জানান, এই গানটি রেকর্ড ও শুটিং হয়েছে বেশ ক’বছর আগে। এবার সেটি রোজা ও ঈদ উপলক্ষে প্রকাশ হলো।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব