January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 2nd, 2021, 6:53 pm

আবারও মঞ্চে গাইবেন জেমস

অনলাইন ডেস্ক :

দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কারণে জনসমাগম এড়াতে কনসার্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন নগরবাউল জেমস। তবে সম্প্রতি সংক্রমণ কমে আসায় আবারও মঞ্চে নিয়মিত হচ্ছেন তিনি। আগামী ১২ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ‘নভেম্বর রেইন’ নামে একটি কনসার্টে অংশ নেবেন তিনি। জেমসের মুখপাত্র রবিন গণমাধ্যমকে জানান, ‘নভেম্বর রেইন’ কনসার্টটি আয়োজন করেছে ‘ব্র্যান্ডমিথ কমিউনিকেশন’। আয়োজকরা জানায়, কনসার্টে অংশ নেওয়ার বিষয়ে এরইমধ্যে জেমসের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। নগরবাউল ছাড়াও এতে আরও ৭টি ব্যান্ড অংশ নেবে। সেগুলো হলো- আর্টসেল, ক্রিপটিক ফেইট, ভাইকিং, ব্ল্যাক, প্ল্যাজমিক নক, স্যাভাজেরি ও ফিউজ। কনসার্টে যোগ দেওয়ার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করে টিকিট কেনা যাবে। তবে টিকিটের দাম কত হবে এ বিষয়ে শিগগিরই বিস্তারিত জানাবে আয়োজকরা।