নিজস্ব প্রতিবেদক:
সব ধর্মের অনুসারীদের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থানের ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বড়দিন উপলক্ষে তিনি আজ বুধবার সন্ধ্যায় ঢাকায় কাকরাইল চার্চে গিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সে সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের সংস্কৃতির অংশ হচ্ছে সব ধর্মের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থান। এটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের এই সংস্কৃতিতে ধর্মীয় সংঘাত নেই।
আমরা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই।’
মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম, আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ফাদার আলবার্ট রোজারিও এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল, পেছনে কোনো লোক নেই: মির্জা ফখরুল
জাতীয় নির্বাচন সামনে রেখে ইসি কর্মকর্তাদের ছুটি বাতিল
হাসপাতালে খালেদা জিয়ার হাতে ‘জুলাই সনদ’ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন ঐকমত্য কমিশনের সদস্যরা