January 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 4th, 2022, 7:20 pm

‘আমি কিন্তু শিল্পী’

অনলাইন ডেস্ক :

তারকা অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘আমি কিন্তু শিল্পী’। রাজীব মণি দাস রচিত টেলিফিল্মটি নির্মাণ করেছেন মীর সাখাওয়াত। সমাজ ও কাছের মানুষ যখন কোনো মেধাবী ব্যক্তিকে সম্মান না দেখিয়ে উপহাস করে, তখন ওই ব্যক্তি মানসিকভাবে ভেঙে পড়েন। তেমনি সংগীতশিল্পী আনসার আলী কষ্ট পেয়ে নিজের ঢোল নিজেই পেটাতে গিয়ে তৈরি করে নানা জটিলতা। এমন গল্প নিয়ে গড়ে উঠেছে ‘আমি কিন্তু শিল্পী’ টেলিফিল্মের কাহিনি। নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘বর্তমান সময়ে নাটকের গল্প থেকে বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি ও অন্যান্য চরিত্রগুলো বাজেট স্বল্পতার কারণ দেখিয়ে বাদ দেওয়া হচ্ছে। আমার এই গল্পে এ ধরনের চরিত্রগুলো বিদ্যমান রয়েছে।’ গল্প ও নির্মাণ সম্পর্কে নির্মাতা মীর সাখাওয়াত বলেন, ‘গল্পটি খুবই চমৎকার, কমেডি ধাঁচের। খুব যত্ন নিয়ে এটি নির্মাণ করা হয়েছে। এমন ভালো গল্প পেলে কাজ করতেও ভালো লাগে। আশা করছি, পরিবার-সমাজকেন্দ্রীক গল্প নির্ভর টেলিফিল্মটি সব শ্রেণির দর্শকের ভালো লাগবে। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑআ.খ.ম. হাসান, মৌসুমী হামিদ, মাসুম আজিজ, নিপা খান, খলিলুর রহমান কাদেরী, আশরাফুল আলম সোহাগ, নিথর মাহবুব, এ.বি. রশিদ, মাসুদ আহমেদ, সাদমান রানা, ক্লিনটন রোজারিও প্রমুখ। বুধবার বেলা ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে এটি।