গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে। আজ রবিবার (১৭ মার্চ) সকালে দগ্ধ আরও ২ জন চিকিৎসাধীন মারা গেছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভোর সাড়ে ৫টায় মারা যান আরিফুল ইসলাম (৩৮) ও সকাল পৌনে ৭টায় মারা যান মহিদুল খান (২৫)।
২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎস ডা. পার্থ শঙ্কর পাল। তিনি বলেন, আরিফুল ইসলামের শরীরের ৭০ শতাংশ ও মহিদুল খানের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
আরিফুল ইসলামের গ্রামের বাড়ি রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর গ্রামে। তিনি একটি পোশাক কারখানার আয়রন ম্যান ছিলেন।
মহিদুল খানের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ শাহজাদপুর বেড়াকোলা খাপারা গ্রামে। পেশায় তিনি গার্মেন্টস জুট গোডাউনের শ্রমিক ছিলেন।
শনিবার রাত পৌনে ৮টার দিকে বার্ন ইন্সটিটিউটের আইসিইউ-তে মারা যায় তৈয়বা নামের ৩ বছরের শিশু।
চিকিৎসাধীন শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় মো. মুনসুর আলী আকন্দ (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
এর আগে গত শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০টায় মো. সোলেমান মোল্লা (৪৫) চিকিৎসাধীন মারা যান। বর্তমানে ২৬ জন চিকিৎসাধীন।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন