রাজধানীর বাড্ডা থানার পৃথক দুইটি হত্যা মামলায় পতিত আওয়ামী লীগ সরকারের চার মন্ত্রীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আরেক হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল হক বাবুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পতিত সরকারের চার মন্ত্রী ও প্রতিমন্ত্রী হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি ও এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার সিএমএম আদালতে হাজির করে তিন মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে বাড্ডা থানা পুলিশ।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এ সময় দীপু মনি ও মোজাম্মেল বাবুর জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।
এদিন আসামিদের পক্ষে অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে সিএমএম আদালতের সাধারণ নিবন্ধন শাখার পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান ও বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন।
—–ইউএনবি

আরও পড়ুন
সাবেক মন্ত্রী মায়া ও তার পরিবারের ৮১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
জেমকন গ্রুপের সিইও কাজী আনিসের ৭ কোটি টাকার সম্পদ ক্রোক, দেশত্যাগে নিষেধাজ্ঞা
জয়পুরহাটে মনোনয়ন ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া