অনলাইন ডেস্ক :
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়াম বিখ্যাত ক্রিকেটের জন্য। তবে সেখানে হয় নানা ধরনের সাংস্কৃতিক উৎসবও। এবার সেরকম আয়োজনে সামিল হতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। আগামী ৩ ডিসেম্বর শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভাল। সেখানেই পারফর্ম করবেন ফারিয়া। বিষয়টি নিয়ে এই তারকা বলেন, ‘‘অনুষ্ঠানটিতে অংশ নিতে শিগগিরিই আমি দুবাই যাচ্ছি। ৩ ডিসেম্বর মঞ্চে উঠবো। এরপর ঢাকায় ফিরে ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে যোগ দেবো।’’ শারজাহ স্টেডিয়ামে ফারিয়া তার গাওয়া ‘পটাকা’, ‘আমি চাই থাকতে’ ও ‘হাবিবি’ গানে ফারফর্ম করবেন। এদিকে, সম্প্রতি বাংলাদেশে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রীয় উদ্যোগে নির্মিতব্য ছবি ‘বঙ্গবন্ধু’র শুটিং। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর এ ছবিতে ফারিয়া অভিনয় করছেন মুজিবকন্যা শেখ হাসিনা চরিত্রে। আগামী ৫ ডিসেম্বর ফারিয়া এই ছবির শুটিং ইউনিটে যুক্ত হবেন।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব