অনলাইন ডেস্ক :
আর্মেনিয়ার সামরিক বাহিনীর ব্যারাকে অগ্নিকা-ে অন্তত ১৫ সৈনিক নিহত হয়েছেন। ৩ সেনা আশংকাজনক অবস্থায় আছেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, সামরিক বাহিনীর স্নাইপার ও প্রকৌশলীদের ব্যারাকে আগুন লাগায় অন্তত ১৫ সদস্য নিহত হন। আরও ৩ সেনা আশংকাজনক অবস্থায় আছেন।’মন্ত্রণালয় আরও জানায়, বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) স্থানীয় সময় রাত দেড়টায় আর্মেনিয়ার পূর্বাঞ্চলের গেঘারকুনিক অঞ্চলের আজাত গ্রামে অবস্থিত ব্যারাকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। বিবৃতি মতে, আগুনের কারণ এখনো চিহ্নিত করা যায়নি। গত আগস্ট আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানের এক জনবহুল বাজারে বিস্ফোরণ ও অগ্নিকা-ে ১২ জনেরও বেশি ব্যক্তি নিহত হন। ৩০ লাখ মানুষের দেশটি এখনও আজারবাইজানের সঙ্গে ২০২০ সালের যুদ্ধ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে। এই যুদ্ধে পরাজয়ের পর দেশটি গভীর রাজনৈতিক সংকটে পড়ে। বড় আকারে যুদ্ধের অবসান হলেও, সাবেক সোভিয়েত দেশটির সঙ্গে তাদের প্রতিবেশী শত্রু দেশের বৈরি সম্পর্ক অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেস ঘরের বাইরে কাজে গেলে এন–৯৫ মাস্ক পরার পরামর্শ অনীশ মহাজনের
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার