বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে প্রকাশিত হলো বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘হিরোপন্তি ২’ এর ট্রেলার। যা প্রকাশিত হওয়ার পর পরই হইচই পড়ে যায়। প্রায় সাড়ে তিন মিনিটের ট্রেলারের বেশির ভাগ অংশেই মারপিটের আধিক্য লক্ষ্য করা গেছে। ট্রেলারে বিশেষ নজর কেড়েছেন বলিউডের তুখোড় অভিনেতা নওয়াজউদ্দিন। যেখানে তাকে জাদুকর লায়লা নামে পাওয়া যায়। সাইবার দুনিয়ার অত্যন্ত বেপরোয়া এই জাদুকর, লোকজনকে খুন করতেই বেশি তাকে ঠেকাতেই আবির্ভাব টাইগার শ্রফের। যাকে এই ছবিতে বাবলু নামেই পরিচয় করিয়ে দেয়া হয়। পুরোপুরি অ্যাকশন মেজাজের এই ছবিতে টাইগারকে আরো দুর্র্ধষ লুকেই আবিষ্কার করবে দর্শক, অন্তত ট্রেলারে সেই ইঙ্গিত। ২০১৪ সালে ‘হিরোপন্তি’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রেখেছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। গেল বছর ঘোষণা এসেছিল সেই ছবির সিকুয়েল নির্মাণের। এবার প্রকাশিত হলো ট্রেলার। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ও আহমেদ খান পরিচালিত এই ছবিতে টাইগারের বিপরীতে থাকছেন তারা সুতারিয়া। ছবিটি মুক্তি পাবে আগামী ২৯ এপ্রিল। এর আগে ছবিটি সম্পর্কে পরিচালক আহমেদ খান বলেছেন, ‘অ্যাকশনে ভরপুর এই ছবিটিতে থাকছে পাঁচটি সুন্দর গান। যেগুলো লিখেছেন এ আর রহমান এবং গীতিকার মেহবুব।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত