অনলাইন ডেস্ক :
সৌদি আরবে এসে দারুণ ছন্দে ছিলেন ফরাসি তারকা করিম বেনজিমা। তার দল আল ইত্তিহাদও রীতিমতো উড়ছিল। বেনজিমার গোলে টানা তিন ম্যাচ জিতে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিল ইত্তিহাদ। বেনজিমার দলকে থামতে হলো এখানেই। সেমিফাইনালে উঠা হলো না তাদের। শনিবার রাতে কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে আল হিলালের কাছে ৩-১ গোলে হেরেছে আল ইত্তিহাদ। বেনজিমা গোল পাননি, উল্টো মিস করেছেন পেনাল্টি। বেনজিমার নিষ্প্রভতার দিনে হতাশায় পুড়তে হয়েছে আল ইত্তিহাদকেও।
ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় আল হিলাল। ১৮ গজ বক্সের ভেতর দারুণ এক হেডে জালের ঠিকানা খুঁজে নেন সের্গেজ মিলিনকোভিচ-সাভিচ। বিরতির ঠিক আগ মুহূর্তে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন সালেম আল-দাওসারি। ম্যাচের ৭৮তম মিনিটের সময় পেনাল্টি পেয়েছিল ইত্তিহাদও। পেনাল্টি নিতে আসেন করিম বেনজেমা। কিন্তু তিনি সেটি মিস করেন। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় হিলাল। আর কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় ইত্তিহাদ।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম