অনলাইন ডেস্ক :
কলকাতার ইন্ডাস্ট্রির একজন প্রথম সারির অভিনেতা অঙ্কুশ হাজরা। ইন্ডাস্ট্রিতে ১৩ বছরের অভিজ্ঞতায় দর্শকের উপহার দিয়েছেন একাধিক সফল সিনেমা। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করছেন অঙ্কুশ। শিকারপুর ওয়েব সিরিজে তার অভিনয়ের প্রশংসা করেছেন ভক্তরা। সম্প্রতি সমাজিক মাধ্যমে তার অনুরাগীদের একাধিক প্রশ্নের উত্তর দেন অঙ্কুশ।
সেখানে এক ভক্ত তার পারিশ্রমিক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘কেল্লাফতে সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রেখেছিরাম। এই সিনেমায় অভিনয়ের জন্য পাঁচ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলাম। যা আমার কাছে ৫ কোটির সমান ছিল।’ এখন পর্যন্ত তার কাছে সর্বোচ্চ কত টাকা পারিশ্রমিকের প্রস্তাব এসেছিল এমন প্রশ্নের উত্তরে অঙ্কুশের বলেন, ‘২ কোটি রুপি। আকাশছোঁয়া পারিশ্রমিকের কথা শুনেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম।
এরপর অন্য কাউকে কাস্ট করা হয়। ছবির অফারটা হাতছাড়া হয়ে যায়।’ বাংলা সিনেমাতে এই পারিশ্রমিক কল্পনা করাও বেশ কঠিন। পরে অবশ্য অঙ্কুশ বলেছেন, তিনি দু’কোটির কথাটা আসলে মজার করে বলেছেন। তবে প্রথম ছবির পারিশ্রমিক প্রসঙ্গে সত্যি কথাই বলেছেন। সম্প্রতি এই অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘অসুখ বিসুখ’সিনেমার শুটিং শেষ করেছেন। এ ছাড়া তার আরেকটি সিনেমা ‘কুরবান’মুক্তির অপেক্ষায় রয়েছে। সূত্র: আনন্দবাজার
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব