অনলাইন ডেস্ক:
পুরাতন ঢাকা আরমানিটোলা একালার ঐতিহ্যবাহী আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজ এ- ০৩ দিনব্যাপী ক্রীড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান (বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল) প্রতিদিন সকাল ১০.০০ থেকে একাডেমী প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার ২য় দিন প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী জনাব হামিদুর রহমান হামিদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান প্রধান অতিথি তার বক্তৃতায় শিক্ষার মান উন্নয়নে শিক্ষকের ভুমিকা গুরুত্বপূর্ণ দৈনিক পাঠদানের পাশাপাশি পারিবারিক সামাজিক বিষয় শিক্ষার্থীদের শিক্ষাদানের উপর গুরুত্ব দেয়ার পরামর্শ দেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন ভূঁইয়া বলেন শিক্ষার্থীদের শিশু কিশোর বয়সে যে শিক্ষক প্রদান করা হবে এটাই হবে তাদের ভবিষ্যতের জন্য উপযুক্ত শিক্ষা প্রত্যেকটা শিক্ষকের উচিত শিক্ষার্থীদের সাথে সোহার্দ্যপূর্ণ আচরণ এবং পারিবারিক পরিবেশের শিক্ষা প্রদান করা এটাই আমাদের একমাত্র লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বংশাল থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ তাজ উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠানের কলেজ ইনচার্জ সারওয়াত খানম, প্রভাতী শাখার ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স, দিবা শাখার ইনচার্জ খান হাসান আয়ূব সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সিনিয়র শিক্ষক ও শিক্ষার্থী গণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বেরোবিতে শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের 3D মডেল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত
বেরোবি ছাত্র সংসদের পদ সংখ্যা ১৩ যে যে পদে লড়বেন প্রার্থীরা
আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ