January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 5th, 2021, 8:42 pm

ইংল্যান্ড দলে যোগ দিলেন র‌্যাশফোর্ড

অনলাইন ডেস্ক :

বছরের শেষ আন্তর্জাতিক সূচির জন্য দলে কিছু পরিবর্তন এনেছে ইংল্যান্ড। বিশ্বকাপ বাছাইপর্বে শেষ দুই রাউন্ডের দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ড ও বরুশিয়া ডর্টমুন্ড মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। আলবেনিয়া ও সান ম্যারিনোর বিপক্ষে ম্যাচ দুটির জন্য বৃহস্পতিবার ২৫ সদস্যের দল ঘোষণা করেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। দলে জায়গা হয়নি ইউনাইটেড ফরোয়ার্ড জেডন স্যানচো ও মিডফিল্ডার জেসি লিনগার্ডের। সবশেষ আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ড দলে থাকলেও এবার তারা বাদ পড়েছেন অভিজ্ঞতার ঘাটতি ও সাম্প্রতিক সময়ে ক্লাবে যথেষ্ট খেলার সময় না পাওয়ায়। গত জুলাইয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ইতালির কাছে হারের পর চোটের কারণে ইংল্যান্ডের হয়ে আর খেলেননি র‌্যাশফোর্ড। কাঁধের অস্ত্রোপচারের পর গত মাসে মাঠে ফিরে ক্লাবের হয়ে পাঁচ ম্যাচ খেলে ২৪ বছর বয়সী এই ফুটবলার গোল করেছেন তিনটি। গত মাসে অ্যান্ডোরা ও হাঙ্গেরির বিপক্ষে বাছাইপর্বের স্কোয়াড থেকে বাদ পড়ার পর এবার দলে ফিরলেন বেলিংহ্যাম। ইউরোপিয়ান অঞ্চলের ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের ‘ই’ গ্রুপে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। আগামী ১২ নভেম্বর ওয়েম্বলিতে আলবেনিয়ার বিপক্ষে ম্যাচের তিন দিন পর সাউথগেটের দল মাঠে নামবে সান ম্যারিনোর বিপক্ষে। এই দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেলে অন্য কোনো হিসাব ছাড়াই কাতার বিশ্বকাপের টিকেট পাবে ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ীরা।