January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 19th, 2021, 8:00 pm

ইইউর নূন্যতম মজুরিবিরোধী উচ্চ আয়ের দেশ ডেনমার্ক

অনলাইন ডেস্ক :

ডেনমার্কের মাসিক নূন্যতম মজুরি গড়ে ৪৮৩৩ মার্কিন ডলার। উচ্চ আয়ের দেশটি ইইউর নূন্যতম মজুরি নির্দেশনা প্রত্যাখ্যান করেছে। ডেনিশ পার্লামেন্ট ইউরোপীয় ইউনিয়নের নূন্যতম মজুরির নির্দেশনা প্রত্যাখ্যান করেছে ডেনমার্কের ভারপ্রাপ্ত কর্মসংস্থান মন্ত্রী মাতিয়াস টেসফায়ে। দেশটি একটি মানসম্মত ইইউ নূন্যতম মজুরির বিরোধী। ডেনমার্কের সরকারকে নূন্যতম মজুরি-সংক্রান্ত ইইউ নির্দেশনা প্রত্যাখ্যান করার জন্য সংসদে সমর্থন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার পার্লামেন্টের ইইউ কমিটির সঙ্গে বৈঠকের পর, ভারপ্রাপ্ত কর্মসংস্থানমন্ত্রী মাতিয়াস টেসফায়ে সবশেষ পরিস্থিতি নিশ্চিত করেছেন। শ্রমমন্ত্রী টেসফায়ে বলেন: “আমি আনন্দিত যে সংসদ সরকারের সঙ্গে একমত যে আমাদের অবশ্যই শ্রমবাজারে মজুরি নিয়ে মুক্ত আলোচনার মাধ্যমে ডেনিশ মডেলকে রক্ষা করতে হবে,”। একটি আইনি নূন্যতম মজুরি সাধারণত ডেনিশ রাজনীতিতে একটি অজনপ্রিয় ধারণা, কারণ এটি দেশের ঐতিহ্যবাহী শ্রম মডেলের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, যেখানে মজুরি ট্রেড ইউনিয়ন এবং নিয়োগকর্তার প্রতিনিধিত্বের মধ্যে সমষ্টিগত দর-কষাকষির মাধ্যমে নির্ধারিত হয়। এটি ইউনিয়ন সদস্যদের একটি উচ্চ স্কেল দ্বারা বেতন কাঠামো সহজতর করা হয়। নির্দেশটি শুধু ইইউ দেশগুলোর জন্য প্রযোজ্য যেখানে ইতিমধ্যেই নূন্যতম মজুরি আইন রয়েছে। যার অর্থ ডেনমার্ক এবং প্রতিবেশী সুইডেন বাদ দেওয়া হয়েছে। তবে ডেনমার্কের নির্দেশের বিরোধিতা তবুও টেসফায়ের মতে একটি গুরুত্বপূর্ণ সংকেত পাঠায় যে ড্যানিশ সরকার এমন নীতিমালা গ্রহণ করতে প্রস্তুত নয়। উপরন্তু, ডেনমার্ক এবং সুইডেন উভয়ই উদ্বিগ্ন যে নূন্যতম মজুরি শেষ পর্যন্ত বলবৎ হতে পারে, যদি কোনো দেশে কাজ করে এমন একজন ব্যক্তি ইইউ আদালতে বিষয়টি নিয়ে যান এবং নিজের অধিকার সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করতে চান। ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির শ্রমমন্ত্রী টেসফায়ে দাবি করেছেন যে,তিনি সংসদের নির্দেশের উদ্দেশ্যের প্রশংসা করেছেন, যা ইইউ পার্লামেন্ট, ইইউ কমিশন এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ইতোমধ্যে আলোচনা করা হয়েছিল। তিনি আরও বলেন যে, “আমি বুঝতে পারি যে অন্যান্য দেশগুলো তাদের শ্রমবাজারে কম মজুরিতে কী ঘটছে, তা নিয়ে উদ্বিগ্ন যেখানে লোকেরা মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে না” ডেনমার্ক পৃথিবীর সবচেয়ে বেশি বেতনের একটি অন্যতম দেশ। “তবে আমরা ডেনমার্কে একটি ভালো মডেল খুঁজে পেয়েছি এবং এটি রক্ষা করার যোগ্য এবং এটি একটি সাধারণ ইউরোপীয় নির্দেশ দ্বারা ধ্বংস করা উচিত নয়,” মন্ত্রী বলেছিলেন। এবার প্রশ্ন হলো ডেনমার্কে গড় বেতন কত? গড়ে একজন ডেনিশ কর্মচারী নেট বেতন উপার্জন করে তার দক্ষতার ওপর নির্ভর করে। মানে হল যে সর্বোচ্চ পেশাদাররা দেশটিতে মাসে ৯,৯১৬ মার্কিন ডলার পর্যন্ত আয় করে।দেশটির সর্বনিম্ন বেতনের গড়ে প্রতি মাসে প্রায় ৪,৮৩৩ মার্কিন ডলার। অত্যন্ত উঁচু আয়ের দেশের মধ্যে ডেনমার্ক অন্যতম। পাশের দেশ সুইডেনের সর্বনিম্ন গড় মাসিক আয় ৩,৩৫০ মার্কিন ডলার। ইইউর অনেক দেশগুলো দেশের মাসিক গড় নূন্যতম বেতন ১ হাজার মার্কিন ডলারের কম যেমন, রোমানিয়া, ইস্তুনিয়া, লাটভিয়া, গ্রিসসহ বেশ কয়েকটি দেশ। এই দেশগুলো নূন্যতম মাসিক বেতন কাঠামো অনুযায়ী পরিচালিত। ইইউর ২৭টি দেশের মধ্যে ২১টি দেশে নূন্যতম মাসিক বেতন কাঠামো চালু রয়েছে। বাকি ৬টি দেশ তাদের নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী পরিচালিত হয়। এই দেশগুলো হচ্ছে ডেনমার্ক, সুইডেন, অস্ট্রিয়া, সাইপ্রাস, ফিনল্যান্ডে ও ইতালি।