অনলাইন ডেস্ক :
ইউক্রেনের ন্যাশনাল গার্ডের এক সদস্য একটি সেনা কারখানায় অতর্কিত গুলি চালিয়েছে। এতে পাঁচ জন নিহত এবং আরও পাঁচ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) স্থানীয় সময় ভোর ৩টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, দেশটির দিনিপ্রোর পিভডেনম্যাশ ক্ষেপণাস্ত্র কারখানা থেকে ডিউটি শুরুর আগে গার্ডদের অস্ত্র দেওয়ার সময় এই গুলির ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ান। বিবৃতিতে বলা হয়, কালাশনিকভ বন্দুক দিয়ে গুলি চালিয়ে ন্যাশনাল গার্ডের ওই সদস্য তাৎক্ষণিকভাবে পালিয়ে যায়। তার জন্ম ২০০১ সালে। বর্তমানে তাকে ধরতে অভিযান চলছে। ওই কারখানায় প্রতিরক্ষা সংক্রান্ত পরীক্ষামূলক উপাদান উৎপাদন করা হয়।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩