December 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 4th, 2023, 7:31 pm

ইতালির ভেনিসের কাছে বাস দুর্ঘটনায় ইউক্রেনীয় পর্যটকসহ নিহত ২১

এপি, রোম :

রাতন ভেনিস থেকে ভেনিসীয় লেগুনের ঠিক ওপারে ইতালির মেস্ট্রেতে বাস দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

ভেনিসের এক কর্মকর্তা বলেন, বাসটি ইউক্রেনীয়সহ বিদেশি পর্যটকদের বহন করার সময় মঙ্গলবার মার্ঘেরা সম্প্রদায়ের কাছে একটি ক্যাম্পিং সাইটে যাওয়ার পথে একটি উঁচু রাস্তা থেকে পড়ে যায়।

ভেনিস ফায়ার ফাইটার টিমের কমান্ডার মাউরো লুঙ্গো বলেন, ‘বাসের যাত্রীদের আগুন ঘিরে ফেলে। আমরা যে দৃশ্য পেয়েছি তা ছিল ভয়াবহ। কিছু লাশ বের করতেই প্রায় ঘণ্টাখানেক সময় লেগে যায়।’

ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেন, ‘দুর্ঘটনার দৃশ্যটি সর্বনাশা ছিল এবং শহরটিতে শোকের ছায়ায় ঘিরে ফেলে।’

ভেনিস শহরের কর্মকর্তা রেনাতো বোরাসো বলেন, পুরাতন শহর ভেনিস থেকে মাত্র ৯ কিলোমিটার (৩ দশমিক ৭ মাইল) উত্তর-পশ্চিমে মূল ভূখণ্ডে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। ভেনিসের প্রিফেক্ট (ঊর্ধতন কর্মকর্তা) মিশেল ডি বারি বলেন, নিহতদের মধ্যে দু’জন শিশু রয়েছে।

আহতদের ওই অঞ্চলের পাঁচটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বাসটি কয়েক মিটার আগে মেস্ট্রের রেললাইনের কাছে পড়ে এবং এতে আগুন ধরে যায়।

ভেনেটো অঞ্চলের গভর্নর লুকা জাইয়া আরএআই রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, দুর্ঘটনার কারণ এখনও অস্পষ্ট।