১২তম ওয়ার্ল্ড কাউন্সিল অব ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) সর্বসম্মতিক্রমে ১ জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত দুই বছরের জন্য মারিয়া ফার্নান্দা গারজাকে আইসিসি’র প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছে।
মঙ্গলবার মেক্সিকোয় বিশ্বের ব্যবসায়ীদের সংস্থাটির কাউন্সিল অনুষ্ঠিত হয়।
বুধবার আইসিসি,বি জানায়, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি একে আজাদ এবং মহাসচিব আতাউর রহমান কাউন্সিলে ভার্চুয়ালি সভায় যোগ দেন।
মারিয়া আইসিসির প্রথম নারী চেয়ারম্যান। তিনি একজন মেক্সিকান ব্যবসায়ী। তিনি ইউএসএমসিএ অঞ্চল, ল্যাটিন-আমেরিকা এবং এশিয়ায় রপ্তানি ও ম্যানুফ্যাকচারিং হোম ইমপ্রুভমেন্ট সলিউশন কোম্পানি ওরেস্তিয়ার সিইও। তিনি ২০১৪-২০২০ সাল পর্যন্ত আইসিসি মেক্সিকোর চেয়ার ছিলেন।
কাউন্সিল আইসিসি ফ্রান্সের চেয়ারম্যান ফিলিপ ভারিনকে আইসিসির প্রথম ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে। এছাড়া লেবাননের ওবেদ ল ফার্মের অংশীদার প্রফেসর ড. নায়লা কোমাইর-ওবেদ এবং ভারতের জে কে পেপার লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হর্ষ পতি সিংহানিয়াকে আইসিসির ভাইস চেয়ার হিসাবে নির্বাচিত করে।
—-ইউএনবি
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধি ও ৪৩ টি পণ্যের শুল্কহার বৃদ্ধি নিয়ে ঢাকা চেম্বারের উদ্বেগ
দাবানলে পুড়ছে হলিউড হিলস