ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও সমৃদ্ধির উন্নয়নে পদক্ষেপ নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি শেরম্যান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ডেপুটি সেক্রেটারি অব স্টেট শেরম্যান মানবাধিকার, আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
গত ৪ এপ্রিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করেছে।
বৈঠকের পর শেরম্যান এক টুইটবার্তায় লেখেন, ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যুতে সহযোগিতা বাড়ানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমরা আনন্দিত।’
৪ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
—-ইউএনবি
আরও পড়ুন
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
বিশেষ আদালতের এজলাস কক্ষ ভোর বেলায় আগুনে পুড়ে গেছে