January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 20th, 2024, 5:22 pm

ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ড. সাইয়্যেদ ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ড. হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও তাদের সফরসঙ্গীদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২০ মে) এক বার্তায় শেখ হাসিনা লিখেছেন, ‘হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ড. সাইয়্যেদ ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ড. হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং তাদের সফরসঙ্গীদের দুঃখজনক মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে শোকাহত ও দুঃখিত।’

তিনি বলেন, প্রেসিডেন্ট রাইসি ছিলেন একজন বিজ্ঞ ও নিঃস্বার্থ নেতা, যিনি দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে তার দেশের সেবা করেছেন এবং ইরানি জনগণের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করেছেন।

তিনি এতে আরও বলেন,‘তিনি আন্তর্জাতিক মর্যাদার একজন মহান নেতা ছিলেন এবং তার দৃষ্টান্তমূলক নেতৃত্ব ও অর্জন আমাদের জন্য দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।’

নিহতদের আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও ইরানের জনগণের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে সাহস ও ধৈর্য কামনা করেন প্রধানমন্ত্রী।

—–ইউএনবি