January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 13th, 2022, 8:17 pm

ইরান সফরে পুতিনের সঙ্গী এরদোয়ান

অনলাইন ডেস্ক :

আগামী সপ্তাহে ইরান সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে সিরিয়া নিয়ে আয়োজিত এক সম্মেলনে যোগ দেবেন তিনি। রুশ প্রেসিডেন্ট কার্যালয় ক্রমলিনের তরফ থেকে এ খবর জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, বৈঠকে পুতিনের পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান উপস্থিত থাকবেন। গত মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ১৯ জুলাই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরান সফরের পরিকল্পনা করছেন। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। এ পরিস্থিতির মধ্যে দ্বিতীয়বারের মতো বিদেশ সফরে যাচ্ছেন পুতিন। এর আগে তিনি গত জুনের শেষের দিকে তাজিকিস্তান সফর করেছেন।