অনলাইন ডেস্ক :
ইসরায়েলে বিচার বিভাগকে ঢেলে সাজানোর পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ৮০ হাজারের বেশি ইসরায়েলি। গত শনিবার রাজধানী তেল আবিবে এ বিক্ষোভ করে তারা। তেল আবিব ছাড়াও জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এবং বন্দরনগরী হাইফায়ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নেতানিয়াহু সরকারের এই পরিকল্পনাকে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর আঘাত আখ্যায়িত করে বিক্ষোভকারীরা বলেন, বিচার বিভাগ সংস্কারের পরিকল্পনা বাস্তবায়ন হলে পার্লামেন্টের পক্ষে সুপ্রিম কোর্টের রায় বাতিল করা সহজ হবে। আর এতে দেশে দুর্নীতি বেড়ে যাবে বলে আশঙ্কা রয়েছে। প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে নতুন ডানপন্থী সরকারের সংস্কার প্রস্তাবকে গণতান্ত্রিক শাসনের ওপর আক্রমণ বলে বর্ণনা করেছেন তারা। আন্দোলনকারীরা সরকারের এমন পরিকল্পনার সমালোচনা করে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে হাজির হন মিছিলে। নেতানিয়াহু সরকারের প্রতি নিন্দাসূচক বাক্যও লেখা ছিল আন্দোলনকারীদের ব্যানার-প্ল্যাকার্ডে। একপর্যায়ে তেল আবিবে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। অন্যদিকে ইসরায়েলি সরকারের এমন পরিকল্পনার বিরোধিতা করেছেন দেশটির বিভিন্ন স্তরের নাগরিক-বুদ্ধিজীবী এবং অধিকারকর্মীরা। দেশটির প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেলও সরকারের এই পরিকল্পনার বিরোধিতা করেছেন। তারা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বিচার বিভাগের স্বাধীনতা পঙ্গু হয়ে যাবে, দুর্নীতি বাড়বে, সংখ্যালঘুদের অধিকার খর্ব হবে এবং সর্বোপরি আদালতের ওপর থেকে মানুষের আস্থা উঠে যাবে।
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেস ঘরের বাইরে কাজে গেলে এন–৯৫ মাস্ক পরার পরামর্শ অনীশ মহাজনের
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার