অনলাইন ডেস্ক :
তুরস্কের ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৯ জন নিহত হয়েছে। গত মঙ্গলবার আবাসিক গেইরেটেপের ১৬তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। গভর্নরের কার্যালযয়ের দেওয়া তথ্য বলছে, সংস্কার কাজের সময় মধ্য ইস্তাম্বুলের ওই নাইটক্লাবে আগুন লাগে। খবর আল-জাজিরার।
কাতার ভিত্তিক গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে বলেছে, গত মঙ্গলবার ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুলের কার্যালয়ের বিবৃতিতে বলেছে, ‘অগ্নিকান্ডে প্রাণ হারানো মানুষের সংখ্যাৃ বেড়ে ২৯ হয়েছে।’ সেখানে আরও বলা হয়েছে, ‘আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।’ পরে ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অগ্নিকান্ডের কারণ তদন্ত করা হচ্ছে। হতাহতরা সংস্কার কাজের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩