January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 17th, 2022, 7:52 pm

ঈদে মুক্তি পেতে যাচ্ছে তায়েব-পরীমনির সিনেমা

অনলাইন ডেস্ক :

ঈদুল ফিতরে বেশ কটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এই তালিকায় যুক্ত হলো ডিএ তায়েব-পরীমনি জুটির ‘কাগজের বউ’ সিনেমাটি। একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি। ডি এ তায়েব বলেন, এই ঈদে ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’ মুক্তি পেতে যাচ্ছে। আমাদের সিনেমার প্রযোজক এমনই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি অলরেডি তিনটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলেছেন। কারো সঙ্গে এখনো চূড়ান্ত হয়নি; তবে শিগগির দর্শকদের প্রিয় কোনো প্ল্যাটফর্মে দেখা যাবে এটি।’ গল্প প্রসঙ্গে ডিএ তায়েব বলেন, ‘অনেকদিন পর বাংলা সিনেমায় সামাজিক, পারিবারিক গল্প আসতে যাচ্ছে। একটা সময় এ ধরনের সিনেমা খুব নির্মাণ হতো। সময়কে মাথায় রেখে নতুনভাবে গল্প ও চরিত্রগুলো ফিরে আসবে।’ ‘কাগজের বউ’ সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। প্রযোজনা করছেন মাহবুবা শাহরীন। সিনেমাটিতে ডি এ তায়েব ও পরীমনি ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ।