পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে তফসিলি ব্যাংকের নির্দিষ্ট শাখায় রবিবার (৯ এপ্রিল) থেকে নতুন টাকার নোট বিনিময় শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিন ব্যতীত) ঢাকা অঞ্চলের ব্যাংকগুলোর নির্দিষ্ট শাখায় এবং বাংলাদেশ ব্যাংকের অফিসের মাধ্যমে এসব নোট পাওয়া যাবে।
এ সময় বিশেষ পদ্ধতিতে ৫, ১০, ২০ ও ৫০ টাকার নতুন নোট বিনিময় করা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের তথানুসারে, একই ব্যক্তি একবারের বেশি নতুন নোট নিতে পারবেন না। তবে নোট তোলার সময় টাকার বিপরীতে কাউন্টার থেকে যে কোনো পরিমাণ ধাতব মুদ্রা নিতে পারবেন।
নতুন নোট এই ব্যাংকের শাখাগুলোতে পাওয়া যাবে: এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেসক্লাব কর্পোরেট শাখা, এনআরবি গ্লোবাল ব্যাংকের মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি শাখা (পান্থপথ), উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, জনতা ব্যাংকের রাজারবাগ শাখা এবং পূবালী ব্যাংকের সদরঘাট শাখা।
আরও যেসব ব্যাংকের শাখায় নতুন নোট পাওয়া যাবে: সাউথইস্ট ব্যাংকের কাকরাইল শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখা, দক্ষিণখানে ডাচ্-বাংলা ব্যাংকের এসএমই ও কৃষি শাখা, প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, সিটি ব্যাংকের বেগম রোকেয়া সরণি শাখা, আল-আরাফা ইসলামী ব্যাংকের নন্দীপাড়া শাখা, প্রাইম ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংকের শিমরাইল শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশের গাজীপুর চৌরাস্তা শাখা, ইউসিবিএলের গাজীপুর চৌরাস্তা শাখা, উত্তরা ব্যাংকের সাভার শাখা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাভার শাখা এবং ট্রাস্ট ব্যাংকের কেরাণীগঞ্জ শাখা।
—-ইউএনবি
আরও পড়ুন
রেমিট্যান্স আহরণে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেলো ইসলামী ব্যাংক
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধি ও ৪৩ টি পণ্যের শুল্কহার বৃদ্ধি নিয়ে ঢাকা চেম্বারের উদ্বেগ