জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্বাচনী সহিংসতায় ১ জনের মৃত্যু হয়েছে। ৭ ফেব্রুয়ারি ঈশ্বরগঞ্জে ৭ম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনী সহিংসতায় উপজেলার বড়হিত ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বিজয়ী প্রার্থী মোহাম্মদ আলীর সমর্থকদের সাথে মঙ্গলবার সকালে পরাজিত প্রার্থী মতিউর রহমান বাচ্চুর সমর্থকদের সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে পরাজিত প্রার্থীর সমর্থক রইছ উদ্দিন (৭০) হাজেরা খাতুন (৫০) নুরুল আমাীন (৪৫) জুয়েল (২৫) ও পাভেল (১৮) আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকালে গুরুতর আহত পাভেল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পাভেলের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম অন্যদিকে এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্ট চলছে।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২