January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 8th, 2022, 8:28 pm

ঈশ্বরগঞ্জে নৌকার ভরাডুবি, ১১ইউপিতে আ’লীগ ৩ জাপা স্বতন্ত্র ৮

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টিত হয়েছে। এতে চেয়ারম্যান পদে ১১টি ইউনিয়নে মধ্যে ৩টিতে আ’লীগ নৌকা, ২টিতে বিদ্রোহী, ৩টিতে জাপা ও ৩টতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। প্রতিটি ইউপিতে আ’লীগ, য্বুলীগের একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় নৌকার এমন ভরাডুবি হয়েছে বলে মনে করছেন উপজেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১১ টি ইউপির মধ্যে ৩ ইউপিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। তন্মধ্যে, ১নং ঈশ্বরগঞ্জ ইউনিয়নে আবু হানিফা, ৪নং আঠারবাড়ি ইউপিতে জুবের আলম কবীর রুপক, ১০নং তারুন্দিয়া ইউপিতে হাসান মাহমুদ রানা নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন।
জাপার লাঙ্গল প্রতীক নিয়ে চেয়ারম্যান বিজয়ী হয়েছেন ৩ জন। বিজয়ীরা হলেন, ৬নং মাইজবাগ ইউপিতে মো. ছাইদুল ইসলাম বাবুল, ৮নং রাজিবপুর ইউপিতে মো. আব্দুল আলী ফকির, ৯নং উচাখিলা ইউপিতে মো. আনোয়ারুল হাসান খান সেলিম লাঙল প্রতীকে বিজয়ী হয়েছেন।
এ ছাড়াও ৫ ইউপিতে আ’লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ীরা প্রার্থীরা হলেন, আ’লীগের বিদ্রোহী ৩নং সরিষা ইউপিতে মো. একরাম হোসেন ভূঁইয়া, ৫নং জাটিয়া ইউপিতে শামছুল হক ঝন্টু। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হলেন ২নং সোহাগী ইউপিতে কাদির আহম্মেদ ভূইয়া, ৭নং মগটুলা ইউপিতে মো. শিহাব উদ্দিন আকন্দ ও ১১নং বড়হিত ইউনিয়নে মো. আজিজুল হক ভূঁইয়া মিলন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন। #